স্পোর্টস ডেস্ক:: নারীদের ফুটবলে বাংলার জয়রথ চলছেই। বাংলাদেশ নারী দল ইতিহাস গড়েছে আগেই। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলবে তারা। এবার বাংলাদেশের কিশোরীরাও ইতিহাস গড়ার পথে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলও এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলার পথে।
এএফসি নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচটি ‘ড্র’ করতে পারলেই প্রথমবারের মতো কিশোরীরা খেলবে মূল পর্বে। বাংলার কিশোরীরা দারুণ দুই জয়ে বর্তমানে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে।
শুক্রবার দিনটা ছিলো বাংলাদেশের মেয়েদের। দিনের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারায় মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় দলটি। এরপর বাংলাদেশ অপেক্ষায় ছিল রাতে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক লাওসের মধ্যকার ম্যাচের দিকে। শক্তি বিচারে রাতে লাওসের বিপক্ষে দক্ষিণ কোরিয়া বড় ব্যবধানে জেতার কথা কোরিয়ার মেয়েদের। তবে তারা মাত্র ১-০ গোলে জেতায় গ্রুপ শীর্ষে রয়েছে বাংলাদেশই।
এএফসির নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা তিন রানার্সআপ দল খেলবে মূল পর্বে। দুই দলেরই দুই ম্যাচ শেষে পয়েন্ট ৬। গোল পার্থক্যও +১০। তবে বাংলাদেশ গোল করেছে ১১টি ও দক্ষিণ কোরিয়া ১০টি। এক গোল বেশি করায় দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ আছে টেবিলের শীর্ষে। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের টিকিট পেতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশ। সেটি না হলে রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে হবে।
গ্রুপে শীর্ষে থাকার জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র এক পয়েন্ট। কোরিয়ার সঙ্গে ‘ড্র’ করতে পারলেই বাংলাদেশ এক পয়েন্ট পেয়ে যাবে। তখন বাংলাদেশই থাকবে গ্রুপের শীর্ষে। খেলবে এএফসির কিশোরীদের টুর্নামেন্টের মূল পর্বে। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আফঈদা খন্দকাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০