ইতিহাস গড়ল সৌদির ক্লাব আল হিলাল

0
65

স্পোর্টস ডেস্কঃ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আল হিলাল। সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে সৌদি আরবের ক্লাবটি। মঙ্গলবার রাতের ম্যাচে আল হিলালের হয়ে জোড়া গোল করেছেন সেলিম আল দাউসারি। অন্য গোলটি আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েত্তোর। অন্যদিকে ফ্লামেঙ্গোর হয়ে জোড়া গোল করেছেন পেদ্রো।

সৌদি আরবের প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল আল হিলাল। রেকর্ড চারবার এশিয়ার চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবটি ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। বক্সে ফাউল করে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। আল–হিলালের সৌদি উইঙ্গার সালেম আল দাউসারি স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন। আর্জেন্টাইন উইঙ্গার লুসিয়ানো ভিয়েত্তো বক্সে ফাউলের শিকার হলে ফ্লামেঙ্গোর বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

২০তম মিনিটে পেদ্রোর গোলে সমতায় ফিরেছিল ফ্লামেঙ্গো। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্লামেঙ্গোর গারসন। আর সেখানে পাওয়া পেনাল্টি থেকে আবার এগিয়ে যায় আল হিলাল। গোলের জোড়া পূর্ণ করেন দাউসিরি। ৭০ মিনিটে লুসিয়ানো ভিয়েত্তোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদির ক্লাবটি। যোগ করা সময়ে পেদ্রো একটি গোল পরিশোধ করলেও ফ্লামেঙ্গোর জন্য তা ছিল শুধুই সান্ত্বনা।

আজ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের অপর ম্যাচে মিসরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয়ী দল শনিবার ফাইনালে আল–হিলালের মুখোমুখি হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here