ইতিহাস গড়া ম্যাচে নায়ক মার্করাম

0
21

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ার পর বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানে জিতেছে প্রোটিয়ারা। দিল্লিতে শনিবার আগে ব্যাট করে বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পুঁজি গড়ে লঙ্কানদের আটকে দেয় ৩২৬ রানে তারা।

এই ম্যাচে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিয়েছেন প্রোটিয়া ব্যাটার মার্করাম। মাত্র ৪৯ বলে পৌঁছে গিয়েছেন সেঞ্চুরির মাইলফলকে। মার্করাম ছাড়াও দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরি এসেছে আরও দুটি। কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডোসেনও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন। তবে সেরার পুরষ্কার জিতেছেন মার্করাম।

মার্করাম ভেঙে দেন ২০১১’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের গড়া ৫০ বলের রেকর্ডকে। ছক্কা মেরে তিন সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। ৩৪ বলে পঞ্চাশ ছোঁয়ার পর লঙ্কান বোলারদের জন্য ত্রাসে পরিণত হন মার্করাম। পরের ১৪ বলেই তুলে নেন আরও পঞ্চাশ। ইনিংসের ৪৬তম ওভারের পঞ্চম বলে মাদুশঙ্কাকে ছয় মেরে ৪৯ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। বিশ্বকাপ ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরি। দারুণ সেঞ্চুরি হাঁকানো মার্করাম জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

রান তাড়ায় শ্রীলঙ্কার তিন জন পঞ্চাশ ছুঁলেও তিন অঙ্কে যেতে পারেননি কেউই। কুসাল মেন্ডিস ৪২ বলে ৭৬, চারিথ আসালাঙ্কা ৬৫ বলে ৭৯ ও অধিনায়ক দাসুন শানাকা ৬২ বলে করেন ৬৮ রান। দুই দল মিলে ম্যাচে রান হয়েছে মোট ৭৫৪, বিশ্বকাপের এক ম্যাচে যা সর্বোচ্চ। ২০১৯ আসরে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের ৭১৪ রান ছিল আগের সেরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here