স্পোর্টস ডেস্ক:: ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়লো স্পেনের নারী দল। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে দলটি। শেষ ১০ মিনিটের তিন গোলে সুইডেনকে হারিয়েছে স্পেন।
বিশ্বকাপের ফেবারিট সুইডিশ মেয়েরা পুরো টুর্নামেন্টে ছিলো অপ্রতিরোধ। অনেকেই নতুন চ্যাম্পিয়ন হিসেবে সুইডেনকেই দেখছিলেন। যুক্তরাষ্ট্র জাপানকে বিদায় করে সেমিতে এসেছিলো সুইডিশ মেয়েরা। যুক্তরাষ্ট্র নারীদের বিশ্বকাপের সর্বাধিক চ্যাম্পিয়ন। জাপানও সাবেক চ্যাম্পিয়ন।
সাবেক চ্যাম্পিয়নদের বিদায় করে ফাইনালে উঠতে ব্যর্থ হলো সুইডেন। রোমাঞ্চকর শেষের ১০ মিনিটে সুইডিশ মেয়েদের কাঁদিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করলো স্পেন। ২-১ গোলের জয়ে নতুন ইতিহাস স্প্যানিশ মেয়েদের।
ম্যাচের পুরোটা সময়ই দু’দল ছিলো গোলহীন। প্রথমার্ধে একের অপরের বিপক্ষে আক্রমণাত্মক খেললেও পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধের বেশির সময়ই ছিলো গোল শুন্য ম্যাচ। দুই দল গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও পাচ্ছিলো না কাঙ্খিত গোলের দেখা।
নাটকীয়তার শুরু শেষের দশ মিনিটে। ৮০তম মিনিটে এগিয়ে যায় স্পেন। সালমা সেলেস্তার গোলে লিড নেয় দলটি। ম্যাচে ফিরতে মাত্র মিনিট আটেক সময় নেয় সুইডেন। ৮৮তম মিনিটে রেবেকা মারিয়া দলকে সমতায় ফেরান। ১-১ গোলে ড্রতে থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে ভাবছিলেন সমর্থকেরা।
তবে শেষ মিনিটে ওলগা কারমোনা ম্যাচ শেষ করে দেন। গড়াতে দেননি অতিরিক্ত সময়ে। তার গোলেই স্পেনের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০