ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    0
    46

    স্পোর্টস ডেস্ক:: প্রোটিয়া ক্রিকেটে এমন উৎসবের দিন আগে কখনো আসেনি। আইসিসির টুর্ণামেন্টগুলোর ফাইনালে নিশ্চিত হয় না দক্ষিণ আফ্রিকার। খুব কাছ থেকে গিয়েও ফিরে আসতে হয় শুন্য হাতে। বারবার ব্যর্থ হয়েছেন হাশিম আমলা, ডু প্লেসিসরা। তাদের নারীদেও একই ভাগ্য ছিলো এতোদিন।

    অবমেষে আক্ষেপ ঘুঁচলো। ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ার মেয়েরা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যোগ হলো নতুন এক অধ্যায়। ইংল্যান্ড নারী দলকে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল।

    দক্ষিণ আফ্রিকার পুরুষ দল বা নারী দল, আইসিসির কোনো বিশ্বকাপ ইভেন্টে ফাইনাল উঠা এবারই প্রথম প্রোটিয়াদের। আগে ব্যাট করা প্রোটিয়ারা ১৬৪ রান তুলে। জবাবে খেলতে নামা ইংলিশ মেয়েরা ১৫৮ রানে থামে।

    টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা দুই ওপেনারের ফিফটিতে ৪ উইকেটে ১৬৪ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন তাজমিন ব্রিটস। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন লরা ভলভার্ট। ২৭ রান আসে মারজিন কেপের ব্যাট থেকে।

    ইংল্যান্ডের হয়ে সফি একলেসটন ৩টি উইকেট লাভ করেন।

    ১৬৫ রানের টার্গেটে খেলতে নামা ইংল্যান্ড নারী দল নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয়। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন নেট স্কিভার ব্রেন্ট। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ডেনি ওয়েট। ৩১ রান করেন অধিনায়ক হিদার নাইট।

    দক্ষিণ আফ্রিকার হয়ে খাকা ৪টি উইকেট লাভ করেন।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here