ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৪০ রান

0
0

নিজস্ব প্রতিবেদক: টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়তে বা‍ংলাদেশের প্রয়োজন মাত্র ৪০ রান। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো টেস্ট জয়ের স্বাদ মিলেনি টাইগারদের। এবার তাদের হারিয়ে সেই অপূূর্ণতা পেতে যাচ্ছে বাংলাদেশ দল।

ব্যাট হাতে মাত্র ৪০ রান করতে পারলেই বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে তাদের ইতিহাস গড়া জয়টি পেয়ে যাবে। ১৩০ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড অলআউট হয়েছে মাত্র ১৬৯ রানে। তাতে বাংলাদেশ টার্গেট পেয়েছে মাত্র ৪০ রান।

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। স্বাগতিকদের মাঠে এর আগে সব মিলিয়ে ৩২ ম্যাচ খেলা বাংলাদেশ জিততে পারেনি একটি ম্যাচও। ৯ টেস্ট খেলে হেরেছে সবক’টিতেই।

আগের দিন দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটের বিনিময়ে ১৪৭ রান। ঘরের মাঠে কিউইরা লিড নিয়েছিল ১৭ রানের। রান আউটের কবল থেকে দুই বার বেঁচে যাওয়া অভিজ্ঞ টেলর ৩৭ ও তরুণ রাচিন রবীন্দ্র ৬ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে দলটি আর ২২ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারায়।

টেলর আউট হন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করে। তাঁর ১০৪ বলের ইনিংসটি সাজানো ছিল ২ বাউন্ডারিতে। এছাড়া রবীন্দ্র ১৬ রান করে আউট হন। এর আগে উইল ইয়ং ১৭২ বলে ৭ বাউন্ডারিতে সর্বোচ্চ ৬৯ রান করেন নিউজিল্যান্ডের হয়ে। কিউইরা দ্বিতীয় ইনিংসে দেখা পায় ৫টি ডাকের মার।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেছেন এবাদত। ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তিনি। ২১ ওভার বল করে ৬ মেডেনে ৪৬ রান খরচায় শিকার করেন ৬ উইকেট। এর বাইরে ১৪ ওভারে ৩ মেইডেনসহ ৩৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। মিরাজ ১টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/স/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here