স্পোর্টস ডেস্ক:: গল টেস্টে ইতিহাস গড়েই জিতলো স্বাগতিক শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে দলটি। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে প্রথম ইনিংসে অন্তত ৩৫০ রান করে কখনো ইনিংস ব্যবধানে হারেনি প্যাট কামিন্সের দল।
টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে দুই দল। প্রথম ইনিংসে সফরকারী শ্রীলঙ্কা ৩৬৪ রানে তুলেছিলো। জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৫৫৪ রান তুলে। দ্বিতীয় ইনিংসে খেলতে নামা অস্ট্রেলিয়া দল অলআউট হয়ে যায় ১৫১ রানে।
শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয়ের নায়ক ব্যাটার দিনেশ চান্দিমাল ও স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। ব্যাট হাতে অভিজ্ঞ চান্দিমাল বড় পুঁজি এনে দিয়েছেন দলকে। বল হাতে দুর্দান্ত জয়াসুরিয়া অল্পতেই শেষ করে দিয়েছেন প্রতিপক্ষকে।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আসে জোড়া সেঞ্চুরি। স্টিভেন স্মিথ ১৪৫ রানে অপরাজিত থাকেন। ১০৪ রান করেন লাবুশানে। ৩৭ রান আসে উসমান খাজার ব্যাট থেকে। ২৮ রান করেন অ্যালেক্স ক্যারি। ১১০ ওভারে ৩৬৪ রানে থামে তাদের ইনিংস। লঙ্কানদের হয়ে প্রবাথ জয়াসুরিয়া ৬টি ও কাসুন রাজিথা ২টি উইকেট লাভ করেন। ১১০ ও
জবাবে খেলতে নামা শ্রীলঙ্কা দিনেশ চান্দিমালের ‘ডাবল’ সেঞ্চুরিয়া, কুশল মেন্ডিস ও দিমুথ করুনারাত্মের ব্যাটে চড়ে ৫৫৪ রান তুলে। ৩২৬ বলে ২০৬ রানে অপরাজিত থাকেন দিনেশ চান্দিমাল। ১৬১ বলে ৮৫ রান করেন কুশল মেন্ডিস। ১৬৫ বলে ৮৬ রান করেন অধিনায়ক দিমুথ করুনারাত্মে। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ৪টি উইকেট লাভ করেন।
বড় ব্যবধানে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৫১ রানে। সর্বোচ্চ ৩২ রান করেন লাবুশানে। ২৯ রান করেন উসমান খাজা। ২৩ রান আসে ক্যামেরন গ্রিণের ব্যাট থেকে। ২৬ রান করেন ওয়ার্নার। ১৬ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। লঙ্কানদের হয়ে প্রবাথ জয়াসুরিয়া ৬টি, রমেশ মেন্ডিস ও থিকসানা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০