ইতিহাস বাংলাদেশের না ইংল্যান্ডের?

    0
    23

    স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্ট জমে উঠছে। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ইতিহাস। এর আগে কখনো দলটি যে এশিয়ায় ২০৯ রানের বেশি করে জিততে পারেনি চতুর্থ ইনিংসে। বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২০৯ রান করতে পেরে ইংল্যান্ড।

    আবার জিততে পারে বাংলাদেশও। বোলারদের নৈপুর্ণ্যে জিততে হলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মত বধ করতে হবে ইংল্যান্ডকে।

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন অল আউট হওয়ার আগে বাংলাদেশ করে ২৯৬ রান। ফলে জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ২৭৩ রান।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে। এক ওভারে বিনা উইকেটে ২ রান সংগ্রহ করেছে।

    ম্যাচ জয়ের জন্য রীতিমত রেকর্ডই গড়তে হবে ইংল্যান্ডকে। কারণ, এশিয়ার মাটিতে তারা আগে কখনওই এত রান তাড়া করে জিততে পারেনি। এখানে তারা সর্বোচ্চ জিতেছে ২০৯ রান তাড়া করে।

    কাকতালীয় ভাবে সেই জয়টাও বাংলাদেশের বিপক্ষে। ২০১০ সালের সেই ম্যাচটাও হয়েছিল মিরপুরেই। সেই জয়ের পর আর কখনওই ২০০-এর ওপরে রান তাড়া করে জয়ের নজীর নেই ইংলিশদের।

    টেস্টের দ্বিতীয় দিন তিন উইকেটে ১৫২ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে সকালের সেশনে বাংলাদেশ যোগ করে ১১৬ রান; হারায় চারটি উইকেট।

    দ্বিতীয় সেশনে বাকি তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে আরও ২৮ রান। ফলে লিড দাঁড়ায় ২৭২ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশর হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার ইমরুল কায়েস।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here