স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিনস লিগের চলতি মৌসুমে শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উত্তেজনায় ঠাঁসা এই ম্যাচে উত্তাপ ছিল প্রতিটি মুহূর্তে। দুই অর্ধেই দেখা মিলল তিনটি করে গোল, কখনও রিয়াল কখনও সিটি এগিয়ে গেল; অপেক্ষা এবার ফিরতি লেগের লড়াইয়ের।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন জাদুতে সমতায় ফেরার পর সিটিকে দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন ইওস্কো গাভারদিওল। এরপর ঝিমিয়ে পড়া বার্নাব্যুকে মাতিয়ে তোলেন ফেদে ভালভের্দে। ৩-৩ গোলে সমতায় ফেরে রিয়াল। শেষ পর্যন্ত এ ফলেই শেষ হয়েছে ম্যাচটি। দ্বিতীয় লেগ হবে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। আর সেই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ইংলিশ জায়ান্টদের কোচ পেপ গার্দিওলা।
গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল-সিটি। বার্নাব্যুতে প্রথম লেগটা ১-১ ড্রয়ের পর ইতিহাদে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। গত রাতে রিয়ালের মাঠে ড্র হওয়া ম্যাচ শেষে গার্দিওলা আশা প্রকাশ করলেন, ইতিহাদে শেষ হাসি তাঁর দলই হাসবে। তিনি বলেন, ‘এক সপ্তাহ পরে আমাদের আবার দেখা হচ্ছে। ম্যানচেস্টারে আশা করি সব টিকিটই বিক্রি হয়ে যাবে। আমাদের সমর্থকেরা আমাদের সহযোগিতা করবেন একটা গোলে, বাকিটা আমরা করব। আমরা সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করব।’
Discussion about this post