স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদোর দল এক ম্যাচ হাতে রেখেই সুপার সিক্সটিন নিশ্চিত করেছে। আর এর পরই পেলো বড় দুঃসংবাদ। দলের সেরা তারকাদের একজন ইনজুরিতে পড়েছেন। তার বিশ্বকাপ মিশনই শেষ হয়ে গেছে। বিশ্বকাপের আগে নিশ্চিত বড় একটা ধাক্কা খেলে সেলেকাও শিবির।
পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্ডেসকে কাতার বিশ্বকাপে আর নাও দেখা যেতে পারে। উরুর ইনজুরিতে পড়েছেন এই তারকা। গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই তিনি চোটে পড়েন। এক পর্যায়ে কোচ তাকে উঠিয়ে নিতেও বাধ্য হন।
পিএসজির এই তারকাকে আপাতত দুই মাস বিশ্রামে থাকতে হবে। পর্তুগালের চিকিৎকরা জানিয়েছেন, কাতার বিশ্বকাপে আর মাঠে নামার সুযোগ নেই নুনো মেন্ডেসের। ক্রীড়া সাংবাদিক ফাবরিজিও জানিয়েছেন, ইনজুরিতে পড়লেও দেশে ফিরতে হচ্ছে না তাকে। পর্তুগাল টিম ম্যানেজম্যান্ট দলের সঙ্গেই রাখবে তাকে।
গ্রুপ ‘এইচ’ থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পর্তুগাল। শেষ ষেলোতে তাদের প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড অথবা সার্বিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০