স্পোর্টস ডেস্ক:: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবেন না সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডার ইনজুরিতে পড়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র।
তবে টিম ম্যানেজম্যান্ট থেকে সাকিবের ইনজুরি নিয়ে অফিসিয়ালি কোনো মন্তব্য করা হয়নি এখনো। গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট পান সাকিব আল হাসান। ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত প্রাপ্ত হন তিনি।
মিরাজের বলে জর্জ ডকরেলের যে ক্যাচ মিস করেছেন সাকিব, সেই সময়েই আঙুলে চোট পান তিনি। চোট পাওয়ার দ্বিতীয় ওয়াানডে ম্যাচে ব্যাটিংও করেন তিনি। তবে এরপর থেকেই ব্যথা বাড়তে থাকে। ব্যথা না কমায় কাল সিরিজের তৃতীয় ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতে নিয়েছে নাজমুলের সেঞ্চুরিতে। আইরিশদের ৩১৯ রানের লক্ষ্য বাংলাদেশ টপকেছে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি আগামিকাল বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে চেমসফোর্ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০