স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বারের মতো শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। গত শনিবার প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে আরও একবার ইউরোপ সেরার ট্রফি ঘরে তোলে রিয়াল। এই নিয়ে গত ৯ বছরে পাঁচবার চ্যাম্পিয়ন হলো তারা।
এই মৌসুমে লা লিগা জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে পারফর্ম দেখিয়েছে রিয়াল। দারুণ মৌসুম কাটানো মাদ্রিদকে প্রশংসায় ভাসিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার প্রধানের চোখে স্পেনের দলটি বিশ্বের সেরা।
মাদ্রিদে সোমবার স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় ইনফান্তিনো বলেন, ‘রিয়াল বিশ্বের সেরা দল। শুধু আশা করি, একটা বছর তারা অন্য কোনো দলকে কিছু জিততে দেবে।’
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ১৭ বার ফাইনাল খেলে রিয়াল হেরেছে মোটে তিনবার। সেটাও আবার সর্বশেষ ১৯৮১ সালে। সেবার প্যারিসে লিভারপুলের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল স্প্যানিশ ক্লাবটি। এর পর থেকে রিয়াল খেলেছে আটটি ফাইনাল, যার একটিতেও হারেনি লস ব্ল্যাঙ্কোসরা। সবটিতেই প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে।