স্পোর্টস ডেস্ক:: মেক্সিকোর ক্লাব পাচুকার জন্য এ এক বড় আনন্দের। বিশ্ব ফুটবলের বড় ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে দলটি। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়ালকে মোকাবেলা করতে হবে পাচুকাকে। অচেনা ক্লাবটি তাই পরিচিত হয়ে উঠার বড় সুযোগ পেলো।
আগামী বুধবার ইউরোপিয়ান পরাশক্তি রিয়াল মাদ্রিদ মাঠে নামবে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে। দুই ক্লাবের শিরোপা নির্ধারণী লড়াইটি হবে লুসাইল স্টেডিয়ামে। লিওনেল মেসির আর্জেন্টিনা এই লুসাইলে বিশ্বকাপ জিতেছিলো। কাতারের লুসাইলে ২০২২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিলো ফ্রান্স-আর্জেন্টিনা। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালও এই মাঠে অনুষ্টিত হবে।
ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবেই সরাসরি জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে তাদের প্রতিপক্ষ চ্যালেঞ্জকাপ জয়ী পাচুকাকে আজ হারাতে হয়েছে আল আহলি। মিসরের বেশ পরিচিত ক্লাব আল আহলি।
চ্যালেঞ্জ কাপের ফাইনালে কাতারের দোহায় পাচুকা ও আহলির ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গড়ায়। তাতেও নিষ্পত্তি হয়নি। সমতায় থাকা ম্যাচ এর পরে যায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৫ গোলে ম্যাচ জিতে নেয় পাচুকা। চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দলটি নিশ্চিত করেছে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালও।
ক্লাব বিশ্বকাপের আদলেই গড়া ইন্টারকন্টিনেন্টাল কাপ। সেই টুর্নামেন্টে মেক্সিকোর অপরিচিত ক্লাব এবার খেলার সুযোগ পেলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০