স্পোর্টস ডেস্কঃ ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে লিওনেল মেসির। এবার দলটি বড় দায়িত্ব দিয়েছে বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে। মায়ামির নেতৃত্ব পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলের জাদুকর। মেসিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন মায়ামির আর্জেন্টাইন কোচ টাটা মার্তিনো।
মেক্সিকোর ক্লাব আজুলের বিপক্ষে গত ম্যাচেও নেতৃত্বের আর্মব্যান্ড পরেছিলেন মেসি। এবার আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন কোচ মার্তিনো। এদিকে মায়ামিতে স্বপ্নের অভিষেক হয়েছে মেসির। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা গোল করে দলকে জেতান দলকে। বাংলাদেশ সময় গত শনিবার ভোরে আজুলের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতে মার্তিনোর দল।
ম্যাচের যোগ করা সময়ে ডি-বক্সের বাহির থেকে বাঁ-পায়ের দারুণ ফ্রি-কিক গোল করেন মেসি। এই জয়ের মধ্য দিয়ে টানা দেড়মাসের জয়খরা কাটালো মায়ামি। এদিকে ক্লাবটির সাবেক অধিনায়ক ব্রাজিলের মিডফিল্ডার গ্রেগর পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তাই বাধ্য হয়ে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে তাঁদেরকে। মেসিকে অধিনায়ক করা প্রসঙ্গে কোচ মার্তিনো বলেন, ‘ওই দিন বদলি হিসেবে নামার সময় সে অধিনায়ক ছিল। হ্যাঁ, সামনে সেই থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০