স্পোর্টস ডেস্ক:: লিওনেল স্কালোনির দল দু’টি ম্যাচ খেলতে এশিয়া সফরে এসেছে। আগামি ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনার। লিওনেল মেসির নেতৃত্বে পূর্ণ শক্তির আর্জেন্টাইনরা খেলবে ম্যাচটি।
এরপর দ্বিতীয় প্রীতি ম্যাচটি ১৯ জুন ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্টিত হওয়ার কথা। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলবে স্কালোনির দল। তবে সেই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনা টিম ম্যানেজম্যান্ট।
বিশ্বকাপের আগ থেকেই ব্যস্ত ছিলেন মেসি। বিশ্বকাপ পরেও ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। খুব একটা বিশ্রামের সুযোগ মিলেনি। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বিশ্রাম দিতেই স্কালোনি ইন্দোনেশিয়ার বিপক্ষে তাকে বিশ্রাম দিচ্ছেন।
মেসি ছাড়া দলের অন্য সব তারকা ফুটবলার ম্যাচটিতে খেলবেন। স্কালোনি চাচ্ছেন আগামির জন্য মেসি যেনো রিফ্রেশ হতে পারেন। যথেষ্ট বিশ্রামের সময় পান তিনি। দিন কয়েক পরেই আগামি বিশ্বকাপের বাছাই পর্বে নামতে হবে।
তবে আগামি বিশ্বকাপ মেসি খেলবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। বিশ্ব ফুটবলের এই মহাতারকা চীনের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি আগামি বিশ্বকাপে খেলতে চান না। কাতারেই শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে যতদিন উপভোগ করবেন, ততদিন ফুটবল খেলে যাবেন জাতীয় দলের জার্সিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post