ইফতেখার-শাদাবের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিশাল পুঁজি

0
91

স্পোর্টস ডেস্কঃ শুরুর ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৮৫ রান। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়েছেন ইফতেখার আহমেদ ও শাদাব খান। এছাড়া ক্যামিও ইনিংস খেলেছেন মোহাম্মদ হারিস। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৮৬ রান।

ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে টপ অর্ডারে নেমে দলকে ঝড়ো ইনিংস উপহার দেন বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া হারিস। তবে পঞ্চম ওভারেই ফিরে যান প্যাভিলিয়নে। এর আগে ১১ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলেন এই ডানহাতি ব্যাটার।

পাওয়ার প্লে’র শেষ ওভারে ফিরে যান অধিনায়ক বাবর আজমও। টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া এই তারকা এদিন করেন ১৫ বলে মাত্র ৬ রান। সপ্তম ওভারে শান মাসুদ আউট হলে, ঘোর বিপদে পড়ে পাক শিবির। তবে সেখান থেকে পঞ্চম উইকেটে ইফতেখার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ ৫২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। ২২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৮ রান করে নওয়াজ আউট হলে ভাঙে সেই জুটি।

পরবর্তীতে ষষ্ঠ উইকেটে শাদাবকে সাথে নিয়ে ৮২ রানের ঝড়ো জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিতে সহায়তা করেন ইফতেখার। দুজনই হাঁকিয়েছেন ফিফটি। ৩৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন ইফতেখার। আর মাত্র ২০ বলে ফিফটি হাঁকানো শাদাব ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ২২ বলে ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ৪১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন অ্যানরিখ নরকিয়া। ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি ১টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here