ইব্রার পায়ে ২৫০০ গোল

0
28

স্পোর্টস ডেস্ক: একটা ইতিহাসই করলেন জ্বলাতান ইব্রাহিমোভিচ। তার পা থেকেই এলো ঐতিহাসিক একটি গোল। পঁচিশ হাজার থেকে মাত্র ৮ গোলের দূরত্বে থেকে রোববারের যাত্রা শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ।

দিনের প্রথম ম্যাচে আর্সেনাল-টটেনহ্যাম হটস্পার এরপর হালসিটি-সাউদাম্পটন এবং লিভারপুল-ওয়াটফোর্ড সেই ব্যবধানটা আরও কমায়। আর ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের ২৫০০০তম গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের জ্লাতান ইব্রাহিমোভিচ।

মাইলফলকের গোলটি আসল ম্যানচেস্টার ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকারের পা থেকে! সৌভাগ্যবান জ্লাতান ইব্রাহিমোভিচ।

অথচ গোল-খরায় ভুগছিলেন সাবেক প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার। সেপ্টেম্বরের পর থেকে প্রতিপক্ষের জাল খুঁজে পাচ্ছিলেন না তিনি। গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ১২টি শট নিয়েছিলেন তিনি। যার সবকটিতেই ব্যর্থ হন ইব্রাহিমোভিচ। রোববার সোয়ানসিরি বিপক্ষে দুই শট করে দুটিতেই গোল! জাত চ্যাম্পিয়নদের ফেরাটা অবশ্য এমনই হয়। সুইডিশ স্ট্রাইকার যেন ঠিক সেটাই প্রমাণ করে দেখালেন।

তার দল ইউনাইটেডও জিতলো এদিন ৩-১ গোলে। সোয়ানসির মাঠে রেড ডেভিলদের জার্সিতে প্রথম গোলটি করেছিলেন পল পোগবা। ম্যাচ শুরুর ১৫ মিনিটে ফরাসি এই প্রতিভাবান স্ট্রাইকারের গোলেই প্রথম এগিয়ে যায় ম্যানইউ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here