নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। দুই দলের লড়াই শুরু হবে দুপুর দেড়টায়। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক ইয়াসির আলি চৌধুরি রাব্বি। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে ব্যাট করতে নামছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে কুমিল্লা। অপরদিকে ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে খুলনা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লস, খুশদিল শাহ, জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসিম শাহ ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
খুলনা টাইগার্স একাদশ
ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল, শাই হোপ, অ্যান্ড্রু বালবার্নি, মাহমুদুল হাসান জয়, আজম খান, শরিফ উদ্দিন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ ও নাহিদ রানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা