নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমরুল কায়েস। রাজশাহী বিভাগের ১৮৫ রানের জবাবে খেলতে নেমে ইমরুলের ব্যাটে ভর করে ৭ উইকেটে ৪২৫ রান করে খুলনা বিভাগ। সিলেট একাডেমি মাঠে ১১৫ রান করেন ইমরুল। ৯৩ রানে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান। তারা লিড নিয়েছে ২৪০ রানের।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটারের মধ্যে এনামুল হক বিজয় করেছেন ৭৩ রান, ইমরুল ১৮৭ বলে করেছেন ১১৫। তাঁর এই ইনিংসে ১২ চারের পাশে ছক্কা ২টি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এই বাঁহাতির ২০তম সেঞ্চুরি। এদিকে ১৪ রানের জন্য সেঞ্চুরি পান নি সৌম্য সরকার। ১২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় তিনি করেছেন ৮৬ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা সোহান ১৩১ বলে ১১ চার ও এক ছক্কায় ৯৩ রানে অপরাজিত আছেন।
এর আগে নিজের প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রান করে রাজশাহী। সাব্বির রহমানের ৮৫ রান ছাড়া বড় ইনিংস খেলতে পারেন নি কোনো ব্যাটারই। ৩ উইকেট নেন জিয়াউর রহমান। ২টি করে উইকেট নেন আব্দুল হালিম, টিপু সুলতান ও মোহাম্মদ মিঠুন। ১ উইকেট নেন আল আমিন হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post