নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিশাল পুঁজি পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সিটি ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে দলটির সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৪৮ রান। দলের হয়ে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমরুল কায়েস। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মাহিদুল ইসলাম অঙ্ক। ঝড়ো ইনিংস খেলেছেন সাকিব আল হাসান।
সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ফিরেন দলীয় ১৯ রানেই। ২ বাউন্ডারিতে ১১ রান করেন। টপ অর্ডারে নেমে ব্যর্থ হন আগের ম্যাচেই ফিফটি হাঁকানো সৌম্য সরকার। তিনি ২ বাউন্ডারিতে ১৩ রান করেন। তবে অধিনায়ক ওপেনার ইমরুল কায়েসের সাথে ৪৫ রানের জুটি গড়েন।
চারে নামা মেহেদী হাসান মিরাজ আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন এলবিডব্লিউর শিকার হয়ে। আউট হয়ে ড্রেসিং রুমে ফেরে ক্ষুব্ধ হতে দেখা যায় মিরাজকে। চতুর্থ আম্পায়ারের সাথে ক্ষোভ ঝাড়েন। ভিডিও ফুটেজ দেখান দলের তারকা সাকিব আল হাসান ও অন্যান্য সতীর্থদের।
এরপর চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ১২১ রানের দারুণ জুটি গড়েন ইমরুল। যেটি কিনা বড় রানের ভিত গড়ে দেয়। ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে থাকলেও, সেটি পূরণ করার আগেই প্যাভিলিয়নে ফেরেন মাহমুদউল্লাহ। ৫৯ বলে ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে যান তিনি।
পরবর্তীতে পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে দলকে বিশাল সংগ্রহের জায়গাটা পোক্ত করে দিয়ে যান। ৪৪তম ওভারে স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছাড়েন ইমরুল। তবে ততক্ষণে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের ১২তম সেঞ্চুরি পূরণ করে ফেলেন। একইসাথে আসরে নিজের প্রথম সেঞ্চুরিরও দেখা পান। ১২১ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন ইমরুল।
এরপর উইকেটে এসে ঝড় তুলেন সাকিব। অঙ্কনের সাথে ৪৬ রানের জুটি গড়ে দলের রান তিনশ পার করেন। ফিফটি হাঁকিয়ে ৫২ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে অঙ্কন আউট হলে ভাঙে সেই জুটি। ইনিংসের শেষ দিকে ১৬ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৬ রানের ক্যামিও খেলে আউট হন সাকিব। ১টি করে ছয় ও চারে মারে ১৪ রান করে আরিফুল ও ও ১ চারের মারে ৪ রান করে অপরাজিত থাকেন জ্যাক লিনটট। দারুণ ব্যাটিং নৈপুণ্যে প্রায় সাড়ে তিনশ ছুঁইছুঁই স্কোর পায় মোহামেডান।
সিটি ক্লাবের হয়ে রায়ান রাফসান রহমান ৩টি ও আসিফ হাসান ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা