স্পোর্টস ডেস্ক:: হংকংয়ে অনুষ্টিত হতে যাওয়া মহিলা ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসিসির ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বোর্ড। বিসিবি লতা মন্ডলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে।
‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া নারী দল। ‘এ’ গ্রুপে অংশ নিচ্ছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, থাইল্যান্ড ‘এ’ ও হংকং নারী দল।
আগামি ১২ জুন থেকে হংকংয়ে শুরু হবে ইর্মাজিং উইমেন্স এশিয়া কাপ। শেষ হবে ২১ জনু। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
বাংলাদেশ ইর্মাজিং দল:: লতা মন্ডল (অধিনায়ক), সোহানা মুস্তারি, মুরশিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবিয়া হায়দার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার ও সেতু রানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post