স্পোর্টস ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো পাকিস্তান ‘এ’ দল। ফাইনালে ভারত ‘এ’ দলকে উড়িয়ে দিয়েছে তারা। রোববার শ্রীলঙ্কায় আগে ব্যাট করতে নেমে ৩৫২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। রান তাড়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বোলিংয়ের জবাব দিতে পারেন নি ভারতীয় ব্যাটাররা। ২২৪ রানে গুঁটিয়ে যায় তাদের ইনিংস। ১২৮ রানের বড় জয়ে শিরোপা উৎসব করে পাকিস্তান।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বড় লক্ষ্যে খেলতে নেমে ভারত ওপেনিং জুটিতে ৬৪ রান যোগ করে। আইপিএল মাতানো সাই সুদর্শন ২৯ রান করে ফিরে যান। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয়েছে ভারত। দলটির হয়ে ওপেনার অভিষেক শর্মা সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক ইয়াশ ধুল ৩৯ রান করেন।
পাকিস্তানের হয়ে আরশাদ ইকবাল, মেহরান মুমতাজ ও ওয়াসিম জুনিয়র দুটি করে উইকেট নিয়েছেন। সুফিয়ান মুকিম নিয়েছেন তিন উইকেট। এর আগে টস হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তান ৮ উইকেট হারিয়ে তোলে ৩৫২ রানের বিশাল সংগ্রহ। দলটির দুই ওপেনার ফিফটি করেন। সিয়াম আইয়ূব খেলেন ৫১ বলে ৫৯ রানের ইনিংস। ৭ চার ও ২ ছক্কায় ইনিংস সাজান তিনি। সাহিবজাদা ফারহান ৬২ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬৫ রান করেন।
তিনে নামা ওমার ইউসূফ৩৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। চারে নামা পাকিস্তানের ২৯ বছর বয়সী ব্যাটার তাইয়িব তাহির ৭১ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১২টি চার ও দুটি ছক্কায় সাজান ওই ইনিংস। এই ব্যাটারের সেঞ্চুরির সুবাদেই পাহাড়সম পুঁজি দাঁড় করায় পাকিস্তান। ভারতের হয়ে হাঙ্গারগেকার ও রায়ান প্রাগ দুটি করে উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০