স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ লড়ছে নেদারল্যান্ডস-নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে কিউইরা। ডাচদের হারিয়ে অবস্থানটা আরও মজবুত করার লক্ষ্য নিয়ে আগে ব্যাট করছে।
এ ম্যাচেও দলে নেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্রামে আছেন এই ডানহাতি ব্যাটার। হায়দ্রাবাদে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে কিউইরা। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে ফিফটি পেয়েছেন ওপেনার উইল ইয়াং।
৫৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ফিফটির দেখা পান ইয়াং। তাঁকে সঙ্গ দিচ্ছেন রাচিন রবীন্দ্র। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৪ ওভারে ১৩২ রান। ব্যক্তিগত ৩২ রানে আউট হয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে। ৪০ বল খেলে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার।
নিউজিল্যান্ড একাদশঃ ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
নেদারল্যান্ডস একাদশঃ বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ড (অধিনায়ক/উইকেটকিপার), সাইব্র্যান্ড এনজেলব্রাট, রুলফ ভ্যান ডার মারওয়ে, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত ও পল ভ্যান ম্যাকেরেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০