ইয়ামালের ফুটবল শুরুর সময়ে ভয় পেতেন তাঁর মা

0
109

স্পোর্টস ডেস্কঃ লামিন ইয়ামাল। বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় অভিষেক হওয়া এই ফুটবলারের জন্ম স্পেনে, ২০০৭ সালের ১৩ জুলাই। তাঁর বাবা মরক্কোর, মা গিনির। তবে ইয়ামাল বেড়ে উঠেছেন স্পেনে। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় তার পা পড়ে ছোট্ট বেলাতেই। ২০১৪ সালে মাত্র ৭ বছর ফুটবল পায়ে জড়িয়ে যাত্রাটা শুরু করে ইয়ামাল। বার্সার বয়সভিত্তিক দলের সঙ্গে শুরু করে অনুশীলন।

বয়সভিত্তিক দলে দ্যুতি ছড়ানো ইয়ামালের বড় দলে অভিষেক হয়েছে গত মৌসুমে। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে গাভির বদলি হিসেবে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৫ বছর ২৯০ দিন। অভিষেকের পর থেকেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন উঠিত এই ফুটবলার। অবশ্য মাটিতেই পা রাখছেন ইয়ামাল।

ইয়ামাল জানান, সামনের দিনগুলোতে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে উন্মুখ হয়ে আছেন তিনি। ইয়ামাল বলেন, ‘কোচ আমাকে যে সুযোগগুলো দেবেন, তার সবগুলোই নেওয়ার চেষ্টা করব আমি। আমি ভীত নই। চেষ্টা করি ফুটবল খেলার, এটাই আমি সবচেয়ে ভালো পারি। যখন ফুটবল শুরু করেছিলাম, মা আমাকে নিয়ে ভয় পেত, কিন্তু এখন তিনি আমাকে অনেক সমর্থন করেন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here