স্পোর্টস ডেস্ক:: ১৬ বছরের তরুণ তারকা লামিন ইয়ামাল আর ওলমোর গোলে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। পিছিয়ে পড়া স্প্যানিশ পরপর দুই গোল দিয়ে হাতে নিয়েছে ফাইনালের চাবি।
তিন গোলের ম্যাচটির প্রথমার্ধেই এসেছে সবক’টি গোল। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ফাইনালে যাওয়ার লড়াই করে দুই দল। কেউ কাউকে দেয়নি ছাড়।
ম্যাচের প্রথমার্ধের শুরুতেই লিড নেয় ফ্রান্স। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ইউরোর ফাইনালে যাওয়ার লড়াইয়ের লিড অবশ্য বেশিক্ষণ রাখতে পারেনি। দ্রুতই লামিন ইয়ামাল দলকে ফেরান সমতায়।
ম্যাচের ৯ম মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন কোলো মুয়ানি। কিলিয়ান এমবাপের পাস থেকে পাওয়া বল স্পেনের জালে পাঠাতে ভুল করেননি তিনি। ম্যাচের শুরুতেই ফ্রান্স তাই এগিয়ে যায় ১-০ গোলে।
পিছিয়ে পড়া স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে বেশি সময় দেরি করেনি। পুরো টুর্নামেন্টে ভালো খেললেও গোল করতে না পারা লামিন ইয়ামাল ইউরোতে প্রথম গোলটি কর দলকে সমতায় ফেরান মিনিট দশেক পরেই। ম্যাচের ২১তম মিনিটেই ইয়ামালের ‘রেকর্ড’ করা গোলে স্পেন ম্যাচের স্কো লাইন ১-১ করে
সমতায় থাক ম্যাচে স্প্যানিশরা দ্রুতই লিড নেয়। মিনিট চারেক পরেই দানি ওলমোর গোলে ফ্রান্স এগিয়ে যায়। ম্যাচের ২৫তম মিনিটেই স্কোর লাইন হয়ে যায় ২-১। বাকীটা সময়ে এমবাপেরা গোল শোধ দিয়ে ম্যাচে ফিরতে পারেনি। ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে স্পেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post