নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগে মুখোমুখি লড়াইয়ে নেমেছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেড। সাভারের বিকেএসপিতে দুই দলের লড়াইয়ে আগে ব্যাট করে বড় স্কোর গড়তে না পারলেও, লড়াকু পুঁজি পেয়েছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন দল রূপগঞ্জ।
আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি রূপগঞ্জ। ৪৭.২ ওভারে ২৩০ রানেই গুঁটিয়ে গেছে দলটির ইনিংস। দলের পক্ষে ইরফান শুক্কুর সর্বোচ্চ ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন। এছাড়া ৫১ বলে ৫০ রানের ইনিংস খেলেন দলের বিদেশি চিরাগ জনি।
আবাহনীর হয়ে পেসার রিপন মণ্ডল ৮.২ ওভারে ৪৫ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন।
২৩১ রানে জয়ের লক্ষ্যে এখন ব্যাট করতে নেমেছে আবাহনী লিমিটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা