ইরানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

0
44

নিজস্ব প্রতিবেদকঃ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ধাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ। রোববার গোলাম রব্বানী ছোটনের দল ইরানের বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে থামল লাল-সবুজ জার্সিধারীরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ইরানের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে বাংলাদেশ। অনেকটাই আক্রমণ-প্রতি আক্রমণনির্ভর ম্যাচ হয়েছে। প্রথমার্ধে উভয় দল সুযোগ পেলেও গোলের খাতা খুলতে পারেনি। প্রথমার্ধে গোল না মিললেও ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনার ছাপ।

ম্যাচের ৮৫ মিনিটে স্বাগতিকদের স্বপ্ন ভাঙেন ইরানি ফরোয়ার্ড নেগিন জানদি। তার গোলে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ম্যাচের ৮৫ মিনিটে গোলকিক থেকে বাংলাদেশের সীমানায় যখন বল ধরেন নেগিন, ততক্ষণে পিছিয়ে পড়ে স্বাগতিকদের ডিফেন্স লাইন। উপায়ন্তর না দেখে গোলরক্ষক রুপনা বেরিয়ে এসেছিলেন। কিন্তু কোনাকুণি শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ইরানী এই ফরোয়ার্ড।

এর আগে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সম্ভাবনা জাগিয়েছিল পরের ধাপে খেলার। কিন্তু ইরান ৭-১ গোলে একই প্রতিপক্ষকে হারানোই, গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। শেষ ম্যাচে তাই জয়ের বিকল্প ছিল না আকলিমা খাতুনদের। তবে শেষ ম্যাচে সমীকরণ মেলাতে পারে নি তারা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here