স্পোর্টস ডেস্কঃ ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। গ্যারেথ সাউথগেটের দল এই ম্যাচে পাচ্ছে না ডিফেন্ডার কাইল ওয়াকার ও মিডফিল্ডার জেমস ম্যাডিসনকে।
দলের দুই ফুটবলারকে হারানোর খবর নিশ্চিত করেছেন সাউথগেট। ইংলিশ কোচ বলেন, ‘এই ম্যাচ খেলতে যতটা ফিটনেস দরকার, কাইল ওয়াকার তা থেকে একটু দূরে আছে। তবে সে ভালোভাবে সেরে উঠছে। আমরা যা ভেবেছিলাম, তার চেয়ে এই মুহুর্তে সে ভালো আছে। আমরা কাতারে আসার পর থেকে জেমস (ম্যাডিসন) অনুশীলনে অংশ নিতে পারেনি। তাই আগামীকালের ম্যাচটি সে খেলতে পারবে না।’
ইংল্যান্ড স্কোয়াড-
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, অ্যারন রামসডেল
ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, কনর কোডি, এরিক ডায়ার, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, জন স্টোনস, কাইরন ট্রিপিয়ার, কাইল ওয়াকার, বেন হোয়াইট
মিডফিল্ডার: জুড বেলিংহাম, কনর গ্যালাঘার, জর্ডান হেন্ডারসন, ম্যাসন মাউন্ট, কেলভিন ফিলিপস, ডেক্লান রিস
ফরোয়ার্ড: ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, জেমস ম্যাডিসন, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং, ক্যালাম উইলসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০