স্পোর্টস ডেস্কঃ আর মাত্র অল্প কিছু সময়। আর এরপরই চলমান কাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। ইরানের বিপক্ষে সেই ম্যাচের জন্য নিজেদের একাদশ ঘোষণা করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।
তারকাবহুল একাদশই নামাচ্ছেন সাউথগেট। ৪-২-৩-১ ফরমেশনে একাদশ সাজিয়েছেন তিনি। একেবারে মূল স্কোরার হিসেবে থাকবেন অধিনায়ক হ্যারি কেইন। এই নাম্বার নাইনের কাঁধেই থাকবে গোল করার দায়িত্ব। শুরুর একাদশে একটু নিচে মিডফিল্ড থেকে খানিকটা উপরে থাকবেন সাকা, ম্যাসন মাউন্ট ও রাহিম স্টার্লিং।
মিডফিল্ডে থাকবেন বেলিংহ্যাম ও রাইস। দুজনই নেমে উঠে খেলবেন। দলের চার ডিফেন্ডার হলেন ট্রিপিয়ার, স্টোনস, মাগুয়েইরো ও লুক শ। আর স্বাভাবিকভাবেই গোল পোস্ট আগলে রাখার দায়িত্ব থাকছে জর্ডান পিকফোর্ডের কাঁধে।
ইংল্যান্ডের শুরুর একাদশ
জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুয়েইরো, জন স্টোনস, লুক শ, কিরেন ট্রিপিয়ার, জুড বেলিংহ্যাম, ডেকলাইন রাইস, ম্যাসন মাউন্ট, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং ও হ্যারি কেইন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা