স্পোর্টস ডেস্কঃ চাপে পড়া ভারতকে টানছেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া। পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়া ভারত ইতোমধ্যে জুটি পেয়েছে ৮১ রানের। ২৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৭ রান। ফিফটির দেখা পেয়েছেন ইশান। ৫৫ বলে ফিফটি হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
এর শাহিন আফ্রিদি ও হারিস রউফের তোপে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে ভারত। সেই অবস্থা থেকে উদ্ধার করে ভারতকে শক্ত অবস্থানের দিকে নিচ্ছেন ইশান-হার্দিক। ইতোমধ্যে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে নিজেদের জুটির শতরানের দিকে ছুটছেন তারা। হার্দিক অপরাজিত আছেন ৩৭ রানে।
এর আগে টস জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাল্লেকেলে স্টেডিয়ামে ইনিংসের প্রথম চার ওভার শেষেই হানা দেয় বৃষ্টি। এরপর টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ভারত। একে একে ফিরে যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ১২তম ওভারে আবার বৃষ্টি নামে। এরপরই আউট হন শুভমন গিল। ৬৬ রানে ৪ উইকেট হারানোর ওই ধাক্কা সামলে নিয়েছেন পাঁচে নামা ইশান ও ছয়ে নামা হার্ডিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post