স্পোর্টস ডেস্ক: শাখতার দোনেস্কের ২৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার মানোর সলোমনকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম। ইসরায়েল জাতীয় দলের হয়ে গোল আছে এই ফুটবলারের। এর আগে ২৬ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও পালহিনহাকেও কিনে নেয় ফুলহ্যাম। পালহিনহার সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
সলোমনকে কেনার আগে ফুলহ্যাম দলে নিয়েছে আন্দ্রেস পেরেইরাকে। লাৎসিও ও ফ্ল্যামেঙ্গোতে পরপর দুই মৌসুম লোনে কাটানো এই মিডফিল্ডারকে ৯.৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের সাথে এই সেলেসাওয়ের চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।
এদিকে আগেই প্রাথমিক চুক্তি সম্পন্ন করে রাখা, ফরাসি ক্লাব বোর্দোর স্ট্রাইকার সেকেউ মারাকে ১১ মিলিয়ন পাউন্ড দিয়ে দুই বছরের চুক্তিতে কিনেছে সাউদাম্পটন। এছাড়া রেঞ্জার্সের ২৫ বছর বয়সী মিডফিল্ডার জো আরিবোকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে তারা। দলের মধ্যমাঠের শক্তিমত্তা বাড়াতে এই মিডফিল্ডারকে তারা খরচ করেছে প্রায় দশ মিলিয়ন ইউরো।