স্পোর্টস ডেস্ক:: ইসরাইলকে সমর্থন করায় অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিগারকে। যুব বিশ্বকাপে টিগার ছিলেন প্রোটিয়াদের অধিনায়ক।
ইসরাইল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সাধারণ মানুষের উপর অনবরত হামলা চালিয়েই যাচ্ছে। ডেভিড টিগার ইসরাইলকে সমর্থন করে ‘বিস্ফোরক’ মন্তব্য করে ছিলেন। যুব বিশ্বকাপ শুরুর আগে তার এমন মন্তব্য ভালো ভাবে নেয়নি দক্ষিণ আফ্রিকা বোর্ড।
যুব অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এ বিবৃতিতে দিয়ে জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে প্রোটিয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল টিগারকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ডেভিড টিগার বলেছিলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এই পুরস্কার পেয়েছি এবং আমি এখন উদীয়মান তারকা। কিন্তু সত্যিকারের উদীয়মান তারকা হচ্ছে ইসরায়েলের তরুণ সৈন্যরা। তাই আমি এই পুরস্কার ইসরায়েল রাষ্ট্র এবং তার জন্য লড়াইরত সৈন্যদের উদ্দেশে উৎসর্গ করছি। ‘
‘প্যালেস্টাইন সলিডারিটি অ্যালাইয়েন্স (পিএসএ)’ এর পক্ষ থেকে সিএসএ-এর কাছে টিগারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। দক্ষিণ আফ্রিকা সরকার শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছে্। যুব অধিনায়ককে দায়িত্ব থেকে সরানোর বিষয়ে সিএসএ জানিয়েছে, ‘বিশ্বকাপের ভেন্যুগুলোতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ নিয়ে প্রতিবাদ দেখা যেতে পারে, এমন খবর পেয়েছি আমরা। তাছাড়া আসরে টিগারের অবস্থানের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। কারণ সে যে বিস্ফোরক মন্তব্য করেছে, তার পরিমাণ ভয়ঙ্কর হতে পারে, এমনকি যেকোনো মুহূর্তে অশান্তির কারণ হতে পারে। ‘
নেতৃত্ব হারালেও দলের সাথে থাকবেন জানিয়ে প্রোটিয়া বোর্ড জানিয়েছে, ‘সিএসএ-এর প্রধান দায়িত্বের মধ্যে পড়ে বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত সবার নিরাপত্তা নিশ্চিত করা। এ ব্যাপারে নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের উপদেশের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। সবদিক বিবেচনা করে সিএসএ ডেভিড টিগারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতেই সব খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল এবং ডেভিডের নিজের ভালো নিহিত রয়েছে। তবে সে আগের মতো দলের গুরুত্বপূর্ণ ও কার্যকর সদস্য হিসেবে স্কোয়াডে থাকবে। নতুন অধিনায়কের নাম শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post