স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ আগামী ৩ মে। প্রথম ৩ টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে, সিরিজের বাকি অংশ হবে মিরপুর হোম অব ক্রিকেটে। ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এটিই দেশের মাটিতে বাংলাদেশের শেষ কোনো সিরিজ।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মে মাসের ৩ তারিখ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৫ ও ৭ মে হবে পরের দুটি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ঢাকায়। ১০ এবং ১২ মে হবে এই ম্যাচ দুইটি। সিরিজে অংশ নিতে এপ্রিলের ২৮ তারিখ বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ১২ মে সিরিজের শেষ ম্যাচ খেলে ১৩মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সিকান্দার রাজার দলের।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ-
প্রথম টি-টোয়েন্টি- ৩ মে, সন্ধ্যা ৬ টায়, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৫ মে, সন্ধ্যা ৬ টায়, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি- ৭ মে, বিকাল ৩ টায়, চট্টগ্রাম
চতুর্থ টি-টোয়েন্টি- ১০ মে, সন্ধ্যা ৬ টায়, ঢাকা
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি- ১২ মে, সকাল ১০ টায়, ঢাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post