নিজস্ব প্রতিবেদক:: ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সফরকারী দলের কোনো ম্যাচ ঢাকায় রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়েছে চট্টগ্রাম ও সিলেটে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে।
ঈদের পর শেষ হবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ। ডিপিএল শেষ হতেই শুরু হবে টাইগারদের আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা। বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজে দু’টি টেস্ট খেলবে দুই দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজ শুরু হবে ২০ এপ্রিল। সিলেট থেকে এরপ দুই দল যাবে চট্টগ্রামে। ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
দীর্ঘ চার বছর পর বাংলাদেশ দল দেশে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। ২০২০ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ে টেস্টে বাংলাদেশ সিরিজ হারিয়ে ছিলো। এবারের সিরিজ আইসিস টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০