The poor bowler 😂#Blast19 pic.twitter.com/cFjcYc6Ls1
— Vitality Blast (@VitalityBlast) August 24, 2019
স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট মাঠে অনেক অঘটন ঘটে। যা জন্ম দেয় আলোচনার। টি-২০ ব্লাস্টে তেমন একটি ঘটনা ঘটলো। ব্যাটসম্যান বল সুইপ করার চেষ্টা করে ব্যর্থ হন। ক্রিজে থাকা বল দ্রুত এসে ধরেন উইকেটরক্ষক। কোন কিছু না ভেবেই সোজা থ্রু করেন অপর প্রান্তে।
কিন্তুু বলটি স্ট্যাম্প বরাবর নয়, উইকেটে থাকা বোলারের গাঁয়ে আঘাত করে স্বজোরে। এমন ঘটনাটি ঘটেছে টি-২০ ব্লাস্টে ডারহাম ও ইয়র্কশায়ারের মধ্যকার ম্যাচে। ম্যাচচটিতে ইয়র্কশায়ারের হয়ে বল করছিলেন কেশভ মহারাজ।
মহারাজের বলটি ডারহামের ব্যাটসম্যান সুইপ করার চেষ্টা করে ব্যর্থ হন। প্যাডে লাগা বলটি ক্রিজের উপর চলে আসে। এসময় ব্যাটিংয়ে থাকা দুই ব্যাটসম্যান রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। ইয়র্কশায়ারের উইকেটরক্ষক জোনাথান টাটারসল বলটি ধরে বেশ জোরেই ছুঁড়ে মারেন স্ট্যাম্পের দিকে। তবে বলটি স্ট্যাম্পে নয়, আঘাত করে বোলার কেশভকে। ম্যাচটির এমন দৃশ্যের ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে ভাইটালিটি ব্লাস্ট। এরপর সেটি দ্রুতই হয়েছে ভাইরাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০