উইকেটরক্ষক, ব্যাটার-বোলার এবং ৫ বলে ৫ রানে ৩ উইকেট

0
33

স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক একটি বড় অর্জন। পরপর তিন বলে তিন উইকেট শিকার করা সহজ কথা নয়। তবে সেটি যদি হয় আন্তর্জাতিক ক্রিকেটে, তা আর ‘কঠীন’ হয়ে যায় একজন বোলারের জন্য। নিউজিল্যান্ডের বোলার ব্রেসওয়েল সেই সময় নিলেন না। অথচ এই বোলার কিনা ক্যারিয়ারের প্রথম ৫ বলেই তিন উইকেট শিকার করলেন শেষের তিন বলে। মাত্র ৫ বলই করেছেন, তাতেই হ্যাটট্রিক করেছেন। আর বোলিংয়ের সুযেগা মিলেনি। কারন ততোক্ষণে প্রতিপক্ষ যে অলআউট। ক্যারিয়ের দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পেলেন হ্যাটট্রিকের দেখা।

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ তে বল হাতে হ্যাটট্রিক করেছেন ব্রেসওয়েল। তাতে তার দলেও সিরিজ জয় নিশ্চিত হয়েছে। তবে তার আরো দু’টি পরিচয় আছে। তিনি গ্লাভস হাতে উইকেটের পেছনে কিপিং করেন, আবার ব্যাট হাতেও তিনি দলের ভরসা। মূলত ব্যাটারই।

ব্রেসওয়েল একজন ব্যাটার, একজন বোলার এবং একজন উইকেটরক্ষক। ক্রিকেটের তিন বিভাগই আছে তার হাতের মুঠোয়। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কিপিং করেন তিনি। উইকেটরক্ষক হিসিবেও আছে বেশ সুনাম। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছে ব্যাট হাতে, দলকে এনে দিচ্ছেন জয়। বল হাতেও করছেন হ্যাটট্রিক।

এই আয়ারল্যান্ড সফরেই ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছেন ব্যাট হাতে। দলকে পরাজয় থেকে বাঁচিয়ে এনে দিয়েছেন জয়ও। এবার টি-২০ সিরিজে খেল দেখালেন বল হাতেও। গতকাল বুধবার টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তুলে। জবাবে খেলতে নামা আয়ারল্যান্ড ১৩.৫ ওভারে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায়। কিউদের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি স্বাগতিক ব্যাটাররা। এক ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ নিশ্চিত করলো সফরকারী নিউজিল্যান্ড। স্বাগতিক আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো কিউরা।

আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে বল করতে আসেন ব্রেসওয়েল। ওই ভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে হ্যাটট্রিক করেন, তাতেই গুটিয়ে যায় আইরিশরা। ওভার আর শেষ করতে হয়নি তাকে। একে একে ফিরিয়ে দেন মার্কা এডায়ার, ব্যারি ম্যাককার্থি ও ক্রেগ ইয়ংকে। ৫ বল করেন তিনি, ৫ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here