উইকেটের অপেক্ষায় টাইগাররা

0
28

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে শুরুতে যে সাফল্য পেয়ে ছিলো বাংলাদশে তাতেই আটকে আছে। আফগানিস্তান ইনিংসের শুরুতেই  মাশরাফি-সাকিব পরপর আক্রমণে আফগানিস্তানের দুই ব্যাটসম্যানকে সাজ ঘরে পাঠানোর পর থেকেই উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ।

সপ্তম ওভারের শেষ বলে মাশরাফির বলে মুশফিকের হাতবন্দী হন মোহাম্মদ শাহজাদ। শাহজাদ ২১ বলে তিনি করেন ৩১ রান।

পরের ওভারে সাকিব এসে উইকেটের ধারাবাহিকতা রাখেন।  সাকিবে এলবির শিকার হয়ে ওপেনার সাবির নুরি ফিরে যান সাজঘরে।

৯ ওভার শেষে ২ উইকেটে ৫০ রান সংগ্রহ করে আফগানিস্তান। সেখান থেকে আফগানিস্তানের দুই ব্যাটসম্যান রাহমাত শাহ ও হাসমাতুল্লা শাহদী জুটি বেধে শাসন করে যাচ্ছেন বাংলাদেশের বোলারদেরকে। শুরুর দুই উইকেটের পর আর কোন উইকেট না হারিয়ে এই দু’ব্যাটসম্যান মিলে আফগানিস্তানের সংগ্রহ ২৮ ওভারে ১শ৩৩ রান।

বাংলাদেশের বোলাররা আফগানিস্তানের উইকেট পতনের অপেক্ষায় আছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here