স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা। শনিবার উইন্ডিজের বিপক্ষে ২৮৪ রানের বড় ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। ম্যাচ জয়ের পথে উইকেট উদযাপন কাল হলো কেশভ মাহরাজের জন্য। বাম অ্যাকিলিস টেন্ডন ফেটে যাওয়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বাঁহাতি এই স্পিনার।
রান তাড়া করতে নামা উইন্ডিজের ব্যাটার রোস্টন চেজকে নিজের শিকারে পরিণত করেছিলেন মাহরাজ। এরপর কাইল মায়ার্সকেও ফাঁদে ফেলেছিলেন এই বাঁহাতি। যদিও মাঠের আম্পায়ার প্রথমে আউট দেন নি। রিভিউ নিয়ে উইকেটে পেলে উদযাপন করতে গিয়ে পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে মাঠের বাইরে নেওয়া হয় স্ট্রেচারে করে।
মাহরাজের চোট নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এখনো বিস্তারিত কিছু জানায়নি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে। বর্তমানে হাসপাতালে আছেন তিনি। স্ক্যানে উল্লেখযোগ্য ক্ষত ধরা পড়েছে তার বাম অ্যাকিলিস টেন্ডনে। তাকে হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post