স্পোর্টস ডেস্ক: মাঠে বাজে আচরণের জন্যই প্রায়ই খবরের শিরোনাম হন ভারতীয় ক্রিকেটাররা। এবার ভারতের জাতীয় দলের এক ক্রিকেটারকে কঠোর শাস্তি দিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এর আগেও খেলা চলকালীন উইকেট নষ্টের চেষ্টা করেছেন। তাকে আইসিসি সতর্ক করেছে বেশ কয়েকবার। তারপরও তিনি সতর্ক না হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের উইকেট তিনি নষ্টের চেষ্টা করেছেন। যার জন্য জরিমানা গুণেছেন, রেটিং পয়েন্ট জরিমানা করা হয়েছে। আর এক পয়েন্ট জরিমানার শিকার হলেই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি।
বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে এই জরিমানা করা হয়েছে।
নিজেদের মাঠে আন্তর্জাতিক ম্যাচে উইকেটের অপরিহার্য ক্ষতি সাধনের জন্য তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ২.২.১১ অনুচ্ছেদ অনুযায়ী তাকে এ শাস্তি প্রদান করা হয়।
জাদেজার জরিমানা নিয়ে এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘জাদেজাকে আগেও দুইবার অফিসিয়ালি সতর্ক করা হয়েছে। চতুর্থবারের মতো মাঠের সংরক্ষিত এলাকায় ক্ষতি সাধনের জন্য তাকে এ শাস্তি প্রদান করা হয়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এর আগেও এমনটা করেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। কলকাতায় পিচে অপেশাদার আচরণের জন্য তাকে দুই বার সতর্কও করা হয়েছিল।
তবে শুধু অর্থ জরিমানা করেই জাদেজাকে ছাড় দেওয়া হয়নি। খেলার নিয়ম ভঙ্গের কারণে জাদেজাকে তিন রেটিং পয়েন্ট জরিমানা করা হয়। আগামী দুই বছরের মধ্যে আর এক রেটিং পয়েন্ট হারালেই একটি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি। অথবা বিকল্প হিসেবে দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য অযোগ্য বিবেচিত হবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০