উইকেট বিলিয়ে দিয়ে আসলেন লিটন দাস

0
88

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো শুরুর পরও এখন অনেকটা চাপে আছে বাংলাদেশ দল। তানজিদ তামিমের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট হারিয়েছেন লিটন দাস। বলা যায় রীতিমতো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি।

পুনেতে লিগ পর্বে নিজেদের একেবারে শেষ ম্যাচে গিয়ে পাওয়ার প্লে’তে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস মিলে প্রথম দশ ওভারে ৬২ রান তুলেন স্কোরবোর্ডে। ইনিংসের শুরুতে খানিকটা ধীর গতিতে খেললেও, ধীরে ধীরে হাত খুলেছে বাংলাদেশ। তবে পাওয়ার প্লে শেষ হতেই সেই জুটি ভেঙে যায়। ১২তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৬ রানের মাথায় আউট হয়েছেন তামিম। শন অ্যাবটের স্লো ডেলিভারিতে শর্ট বলে এজ হয়ে ক্যাচ উঠে যায়। সহজ সেই ক্যাচ নিজেই লুফে নেন অ্যাবট নিজে।

৩৪ বলে ৬ বাউন্ডারির মারে ৩৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন তামিম। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে এবারের বিশ্বকাপের শেষ ইনিংসটি খেললেন তিনি। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের সাথে জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু হুট করে ১৭তম ওভারে অ্যাডাম জাম্পার লুজ ডেলিভারিতে লং অনে উড়িয়ে মারতে গিয়ে মার্নাস ল্যাবুশানের হাতে সহজ ক্যাচ তুলে দেন লিটন। সেই শটে ছিল না কোনো পাওয়ার। নিজের উইকেটের মূল্য না বুঝে, আরও একবার বিলিয়ে দিয়ে এলেন তিনি। অথচ খানিক আগেই হাফ চান্স থেকে বেঁচে ফিরেছিলেন। লিটন আউট হয়েছেন ৪৫ বলে ৫ বাউন্ডারিতে ৩৬ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সবশেষ সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৪ রান। শান্ত ২৩ ও উইকেটে আসা তাওহীদ হৃদয় ৫ রান করে অপরাজিত আছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here