উইকেট বিলিয়ে ফিরলেন লিটন

0
15

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের করা ১৫৬ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে জোড়া উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান রান আউটে কাঁটা পড়ার পর এবার উইকেট বিলিয়ে আসলেন লিটন দাস। গত কয়েক ম্যাচ থেকে রান খরায় থাকা এই ওপেনার ১৩ রানের বেশি করতে পারেন নি।

শনিবার ফজলহক ফারুকির অফ স্টাম্পের বাইরের বল লিটন খেলতে গেলেন আয়েশী ভঙ্গিতে। ইনসাইড-এজে বোল্ড হয়েছেন সেই বলে। ১৮ বলে ১৩ রান করে থেমেছেন তিনি। ১৫৭ রান তাড়ায় হুট করেই চাপে বাংলাদেশ। এর আগে নাজিবউল্লাহ জাদরানের রান আউটে সাজঘরে ফেরেন তানজিদ। ৫ রান করেন তিনি। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত।

এর আগে ব্যাট করে রহমানউল্লাহ গুরবাজের ৪৭, আজমাতউল্লাহ ওমরজাই-ইব্রাহিম জাদরান করেন ২২ রান করে। ১৮ রান করে আসে রহমত শাহ ও হাশমাতউল্লাহ শহিদীর ব্যাট থেকে। আফগানদের ১৫৬ রানে গুঁটিয়ে দেওয়ায় বড় অবদান রাখেন মেহেদি হাসান মিরাজ-সাকিব আল হাসানরা।

সেরা বোলিং ফিগারটা মিরাজের, ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ১ ওভার করা মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকি ৫ বোলারই পেয়েছেন উইকেটের দেখা। তাসকিন আহমেদ নেন ১ উইকেট। ২ শিকার ধরেন শরিফুল ইসলাম। আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here