উইকেট হারিয়ে শুরু বাংলাদেশের

0
50

নিজস্ব প্রতিবেদক:: টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা করলো উইকেট হারিয়ে। ইনিংসের প্রথম ওভারেই ইংলিশ পেসার স্যাম কুরান তুলে নিয়েছেন ওপেনার লিটন দাসকে। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা খুলার আগে সাজঘরের পথ ধরেন ওপেনার লিটন দাস। তিন বল খেলেও নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১ ওভার শেষে ২ রান। তামিম ইকবাল ১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে নেই তাসকিন আহমদ। এই পেস তারকা চোটে ভুগছিলেন। তাকে শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট।

সাগরিকায় স্বাগতিক বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। তিন ম্যাচের সিরিজ আগেই হার। সিরিজের শেষ ম্যাচে তামিম ইকবালের দল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আগে ব্যাটিং করবে।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। জস বাটলারের দলকে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ আগে ব্যাটিং করতে হবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলঅশ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ:: জেসন রয়, পিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কুরান, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওয়াকস, রেহান আহমদ, আদিল রশীদ ও জোফ্রা আর্চার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here