স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন তাদের ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। তবে সেখানে দেখা গেছে চমকই। একাদশে একচেটিয়া আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। অল্পের জন্য সেটা ভারতের ওয়ানডে একাদশই হয়ে যায়নি!
উইজডেন যে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে, তাতে ৭ জন ক্রিকেটারই আছেন ভারত থেকে। অধিনায়ক করা হয়েছে ভারতের রোহিত শর্মাকে। রোহিত ছাড়া বাকি ছয় জন হলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
এর বাইরে ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া থেকে আছেন ২ জন ক্রিকেটার। তারা হলেন ট্রেভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে ঠাই পেয়েছেন সেই একাদশে। কিউইদের হয়ে ড্যারিল মিচেল ও প্রোটিয়াদের হয়ে হেনরিখ ক্লাসেনের ঠাই হয়েছে একাদশে।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post