স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিংকে দলে ভেড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। নিজেদের অফিশিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে তারা দলে নিয়েছে শ্রীলঙ্কার মাহিশা পাতিরানাকে।
ক্যারিবিয়ান ওপেনার কিং সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে আছেন। গত জুলাই-আগস্টে ভারতের বিপক্ষে নিজ দলকে জেতান সিরিজ। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ফর্মে আছেন এই ডানহাতি ব্যাটার। এবার বিপিএল মাতাতে আসবেন তিনি।
আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল। তার জন্য এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর। পাকিস্তানের অধিনায়ক এবং বর্তমান বিশ্বে অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের পর গত মাসে শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের সেরা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছে।
এছাড়া রংপুর সাকিব আল হাসান ছাড়াও বেশকিছু খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। ইতোমধ্যে পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ছাড়াও মাথিশা পাথিরানা এবং উইন্ডিজের নিকোলাস পুরানকে দলে টেনেছে তারা। যদিও বাবর ছাড়া বাকি দুই দুজনকে পুরো মৌসুম পাওয়া যাবে না। তবুও তারকা নির্ভর দল সাজাতে ব্যস্ত সময় পার করছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০