স্পোর্টস ডেস্কঃ সাদা বলের ক্রিকেটে নতুন দুই অধিনায়ক বেঁছে নিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিডব্লিউআই। নতুন সেই দুই অধিনায়ক হলেন শাই হোপ ও রোভম্যান পাওয়েল।
ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন শাই হোপ। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দেখা যাবে পাওয়েলকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দায়িত্ব পালন করবেন দুজন।
মূলত এই দুই ফরম্যাটেই অধিনায়ক ছিলেন নিকোলাস পুরান। কিন্তু গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান পুরান। ওয়ানডে দলে তার সহ-অধিনায়ক ছিলেন শাই হোপ। আর টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক ছিলেন পাওয়েল। এবার পূর্ণাঙ্গভাবে এই দুজন দায়িত্ব পালন করবেন জাতীয় দলের। এর আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তাদের।
আগামি ২৮ ফেব্রুয়ারি দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে উইন্ডিজ। ক্রেইগ ব্রাথওয়েটের নেতৃত্বে টেস্টে খেলবে ক্যারিবিয়ানরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শাই হোপের নেতৃত্বে। আর সবশেষ পাওয়েলের নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা