উইন্ডিজের ওয়ানডে দল থেকে বাদ পড়লেন শেফার্ড

0
28

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে উইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে নূন্যতম প্রতিরোধও গড়তে পারে নি ক্যারিবিয়ানরা। তামিম ইকবালের দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া উইন্ডিজের সামনে এবার ভারত। আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে দু’দলের সিরিজ।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ক্রিকেট উইন্ডিজ। রোববার রাতে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন জেসন হোল্ডার ও জেইডেন সিলস। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে খেলেন নি অলরাউন্ডার হোল্ডার। বিশ্রামে ছিলেন তিনি। তবে বিশ্রাম শেষে আবারো ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন এই ক্রিকেটার।

বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াড নিয়ে ওয়ানডে খেলেছিল উইন্ডিজ সেখান থেকে বাদ পড়েছেন রোমারিও শেফার্ড ও অ্যান্ডারসন ফিলিপ। তিন ম্যাচে বোলিং করে কোনো উইকেটের দেখা পান নি রোমারিও। এক ম্যাচ খেলে উইকেটশূন্য থেকেছেন ফিলিপও।

ত্রিনিদাদে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২২ জুলাই মাঠে নামবে উইন্ডিজ। একই ভেন্যুতে হবে সিরিজের বাকী ম্যাচগুলোও। ২৪ ও ২৭ জুলাই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ভারতকে আসন্ন ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। ইতোমধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই।

উইন্ডিজের ওয়ানডে স্কোয়াডঃ নিকোলাস পুরান, শাই হোপ, শামার ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, কিমো পল, রোভম্যান পাওয়েল ও জেইডেন সিলস।

উইন্ডিজ-ভারত সূচিঃ

ওয়ানডে-

১ম ওয়ানডে: ২২ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
২য় ওয়ানডে: ২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
৩য় ওয়ানডে: ২৭ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)।

টি-টোয়েন্টি-

১ম টি-টোয়েন্টি: ২৯ জুলাই (ব্রায়ান লারা স্টেডিয়াম, পোর্ট অফ স্পেন)
২য় টি-টোয়েন্টি: ১ আগস্ট (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস ও নেভিস)
৩য় টি-টোয়েন্টি: ২ আগস্ট (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস ও নেভিস)
৪র্থ টি-টোয়েন্টি: ৬ আগস্ট (ব্রোয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র)
৫ম টি-টোয়েন্টি: ৭ আগস্ট (ব্রোয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here