উইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে সঞ্জু স্যামসন

0
16

স্পোর্টস ডেস্কঃ আগে থেকেই অনেকটা আন্দাজ করা যাচ্ছিল বিষয়টি। অবশেষে হওয়া গেল নিশ্চিত। ক্যারিবিয়ান সফরে আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল। করোনায় আক্রান্ত হওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

পাঁচ ম্যাচের সিরিজের শেষ দিকে খেলার সুযোগ ছিল রাহুলের। তবে ফিটনেস নিয়ে শঙ্কা ছিল। যার ফলে বিসিসিআইয়ের মেডিকেল টিম আপাতত রাহুলকে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছে।

এতে করে এবার রাহুলের বদলি নিতে হয়েছে টিম ম্যানেজম্যান্টকে। লোকেশ রাহুলের বদলি হিসেবে সঞ্জু স্যামসনকে অন্তভুর্ক্ত করা হয়েছে স্কোয়াডে। আনুষ্ঠানিকভাবে বিসিসিআই এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি।

সঞ্জু স্যামসন ক্যারিবিয়ান সফরেই ছিলেন ওয়ানডে দলের সঙ্গী হয়ে। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি। এখন যুক্ত হয়ে যাবেন টি-টোয়েন্টি দলের সাথে। এর আগে সবশেষ আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি খেলেন স্যামসন।

পরবর্তীতে ইংল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি দলে থাকলেও, খেলার সুযোগ পাননি। আর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন একাদশের মূল ক্রিকেটাররা আসার ফলে। এবার ফের একবার সুযোগ পেয়েছেন। একাদশে সুযোগ পেলে, সেটা কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখার।

আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাত ৮.৩০টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে উইন্ডিজ ও ভারত। এরপর যথাক্রমে ১, ২, ৬ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি চার টি-টোয়েন্টি।

উইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আভেষ খান, হার্ষাল প্যাটেল ও অর্ষদীপ সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here