স্পোর্টস ডেস্কঃ ২০২১ সালের শুরুতে বাংলাদেশ সফরে এসেছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। সেই সফরে স্পিনবান্ধব উইকেটে দুই টেস্টে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট খেলে নেন কেবল এক উইকেট। বাদ পড়েন উইন্ডিজের টেস্ট দল থেকে। বাদ পড়ার কারণ ছিল তার চোটও।
অবশেষে প্রায় দুই বছর পর টেস্টে ফিরলেন গাব্রিয়েল। দলে ফিরেছেন দুই স্পিনার জোমেল ওয়ারিক্যান ও গুডাকেশ মোটিও। আগামী ৪ ফেব্রুয়ারি বুলাওয়ায়ো টেস্ট দিয়ে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে উইন্ডিজের দুই ম্যাচের এই সিরিজ। এর আগে ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কায় শেষবার খেলেছিলেন গ্যাব্রিয়েল। একই টেস্টে শেষবার খেলেছিলেন ওয়ারিক্যান।
উইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, তেজনারাইন চন্দরপল, রোস্টন চেইস, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, রেমন রিফার, কিমার রোচ, ডেভন টমাস, জোমেল ওয়ারিক্যান।
Discussion about this post