উইন্ডিজ থেকে দেশে ফিরছেন ইয়াসির আলী রাব্বি

0
9

স্পোর্টস ডেস্কঃ পুরো উইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজ শুরুর আগে উইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে তিনদিনের যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ, ওই ম্যাচের প্রথম দিনই পিঠের ইনজুরিতে পড়েন ইয়াসির।

সময়মতো সেরে উঠতে পারবেন না নিশ্চিত হওয়ার পর ইয়াসিরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। জানা গেছে, দেশে ফিরে বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চলবে তার পরবর্তী চিকিৎসা। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘অপ্রত্যাশিতভাবে ইয়াসিরের পিঠের চোট ভালো হচ্ছে না। এজন্য আমরা এখনো তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারিনি। প্রায় দুই সপ্তাহের বিশ্রামের পরেও যেহেতু সে এখনো সেরে ওঠেনি, এজন্য সামনের ম্যাচগুলো সে মিস করবে। তাকে উইন্ডিজ সফরের বাইরে বিবেচনা করা হচ্ছে।’

ইয়াসিরের বদলি হিসেবে বাংলাদেশের টেস্ট দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। সেন্ট লুসিয়ায় ২৪ জুন শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তাঁর খেলাটা একরকম নিশ্চিত। ২০১৪ সালে উইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন এনামুল।

মুশফিকুর রহিম হজের কারণে ছুটি নেওয়ায় দুই টেস্টে ইয়াসিরকেই তার পজিশনে বিকল্প হিসেবে দেখছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডানহাতি এই ব্যাটসম্যানের দুর্ভাগ্য বলা যায়, টেস্টের পর সাদা বলের সিরিজও খেলতে পারছেন না। গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল ইয়াসিরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here