স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়া উইন্ডিজ মাঠে নামছে ওয়ানডে সিরিজে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। এদিকে দলে ফিরেছেন শিমরন হেটমায়ার।
এছাড়া দলে ফিরেছেন জেইডেন সিলস ও ইয়ানিক কারিয়াহ। ফিরেছেন বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোটিও। মূল দলের সঙ্গে অনুশীলনে ডাকা হয়েছে আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে। আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে উইন্ডিজ-ভারত ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।
আগামী ২৭ জুলাই বার্বাডোজের ব্রিজটাউনে শুরু হবে ভারত-উইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে। এরপর ২৯ জুলাই একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে আগামী পহেলা আগস্ট। এরপর টি-টোয়েন্টির প্রথম তিন ম্যাচ হবে ক্যারিবিয়ান দ্বীপে।
এরপর কাইল মায়ার্স-হার্দিক পান্ডিয়ারা পাড়ি জমাবে আমেরিকার ফ্লোরিডায়। ১২ এবং ১৩ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ ফ্লোরিডার লডারহিলে।
উইন্ডিজের ওয়ানডে দল-
শাই হোপ (অধিনায়ক), শেমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, রোবম্যান পাওয়েল, আলজেরি জোসেফ, কেভিন সিনক্লিয়ার, আলিক আথানজে, ব্র্যান্ডন কিং, ওসান টমাস, ইয়ানিক কারিয়াহ, কাইল মেয়ার্স, কেসি কার্টি, গুদাকেশ মোটি, ডমিনিক ড্রেকস ও জেইডেন সিলস।
উইন্ডিজ-ভারত সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে: ২৭ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
দ্বিতীয় ওয়ানডে: ২৯ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
তৃতীয় ওয়ানডে: ১ আগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)।
প্রথম টি-টোয়েন্টি: ৩ আগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৬ আগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
তৃতীয় টি-টোয়েন্টি: ৮ আগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
চতুর্থ টি-টোয়েন্টিঃ ১২ আগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
পঞ্চম টি-টোয়েন্টি: ১৩ আগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post